Business Categories
Universities, Colleges

Tongi Government College in Tongi, Gazipur

শিল্পজেলা গাজীপুরের অন্যতম শিল্পনগরী টংগী। এ অঞ্চলের শ্রমজীবী মানুষের উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত করার মানসে স্বাধীনতা উত্তরকালে টংগী কলেজ প্রতিষ্ঠিত হয়। ভাওয়ালের তৎকালীন প্রবীণ শিক্ষাবিদ গণপরিষদ সদস্য আব্দুল হাকিম মাস্টারের নেতৃত্বে প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, হাসান উদ্দিন সরকার, ডা. এম এ রশীদ, সবদর আলী মাস্টার, আজহার উদ্দিন ওরফে নবীন সরকার এবং ডা. এ কে এম আব্দুর রশীদ প্রমুখের সম্মিলিত উদ্যোগে ১৯৭২ সালের শুভলগ্নে টংগী কলেজ প্রতিষ্ঠা লাভ করে। টংগী কলেজের স্বীকৃতির জন্য কাজী মোজাম্মেল হক ও অন্য সদস্যবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে টংগীবাসীর প্রাণের দাবী উপস্থাপন করেন। পরবর্তীকালে বঙ্গবন্ধু টাঙ্গাইল সফরের উদ্দেশ্যে যাত্রাপথে টংগী কলেজ গেইটে কলেজ পরিচালনা পর্ষদ প্রদত্ত সংবর্ধনার জবাবে টংগী কলেজকে স্বীকৃতির ঘোষণা প্রদান করেন। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর ঘোষণা অনুযায়ী ১৯৮৮ সালের ৪ঠা জানুয়ারি টংগী কলেজটি জাতীয়করণ করা হয়। ১৯৯৬ সালে তৎকালীন সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের উদ্যোগে টংগী সরকারি কলেজে মানবিক ও বাণিজ্য শাখার ৮টি বিষয়ে অনার্স কোর্স এবং পর্যায়ক্রমে মাস্টার্স কোর্স চালু করেন। আহসান উল্লাহ মাস্টার এর সুযোগ্য উত্তরসূরি তাঁর জেষ্ঠ্য সন্তান বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এর নেতৃত্বে ২০১২ সালে বিজ্ঞান ও মানবিক শাখায় আরও ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু করেন। বর্তমানে কলেজটিতে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। কলেজে কর্মরত শিক্ষক সংখ্যা ৭৬ জন। আরও ৫টি বিষয়ে অনার্স কোর্স চালুসহ অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে।

স্বাধীনতার অব্যবহিত পরবর্তীতে অত্র অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে টংগী সরকারি কলেজ আজ অত্র অঞ্চলের উচ্চ শিক্ষা লাভের অন্যতম প্রতিষ্ঠান। কলেজ প্রতিষ্ঠাকালীন স্বপ্ন ও বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়নে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন আধুনিক বিজ্ঞানমনস্ক জাতি গড়ার জন্য প্রয়োজন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাদান পদ্ধতির আধুনিকীকরণ। দিন বদলের অঙ্গীকার নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। একটি বিজ্ঞানমনস্ক আধুনিক শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে দিনবদলের অঙ্গীকার যেমন বাস্তবায়ন সম্ভব, তেমনি সম্ভব ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ।
এই স্বপ্ন বাস্তবায়নে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যকে সামনে রেখে টংগী সরকারি কলেজ রুটিন অনুযায়ী প্রতিটি ক্লাস মাল্টিমিডিয়ার মাধ্যমে গ্রহণ এবং বিজ্ঞান শিক্ষার্থীদের বছরের শুরু থেকে ব্যবহারিক ক্লাস নিশ্চিত করে শিক্ষার্থীদের একাডেমিক মানকে উন্নত করার ব্যবস্থা গ্রহণ করেছে। একজন কাউন্সিলরের নিবিড় তত্ত্বাবধানে ২৫জন শিক্ষার্থীর শিক্ষাবিষয়ক অগ্রগতি পর্যালোচনা এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় দিবসসমূহের তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন, বাঙালী সংস্কৃতির প্রধান অনুষ্ঠান পহেলা বৈশাখ সাড়ম্বরে উদ্যাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের চেষ্টা করা হচ্ছে।
তাই আসুন আমরা সবাই নিষ্ঠার সাথে যার যার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট হয়ে টংগী সরকারি কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কতিপয় পরামর্শ : শিক্ষার মূল লক্ষ্য বড় কিছু হওয়া নয়, ভাল মানুষ হওয়া। সুতরাং শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হতে হলে সৎ ও কর্তব্যপরায়ণ হতে হবে।শিক্ষার্থীদের প্রধান কাজ নিয়মিত অধ্যয়ন। অতঃপর তারা সহপাঠক্রম চর্চাসহ বিভিন্ন সেবাধর্মী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। আমরা নিজেরা অনেক বিষয়ে উদাসীন ও অসচেতন। কি শিক্ষিত, কি অশিক্ষিত। সুতরাং শিক্ষিত মানুষ হিসেবে আমাদেরকে আগে সচেতন হতে হবে এবং অশিক্ষিতদেরকে সচেতন করে তুলতে হবে।

Hours of Operation

Saturday

8:00 AM
to
5:00 PM

Sunday

8:00 AM
to
5:00 PM

Monday

8:00 AM
to
5:00 PM

Tuesday

8:00 AM
to
5:00 PM

Wednesday

8:00 AM
to
5:00 PM

Thursday

8:00 AM
to
5:00 PM

Friday

12:00 AM
to
11:59 PM

Gallery

New

Reviews

0.0

No reviews right now.
Be the first to review this business.

Write your review

Location Map